Archive for নভেম্বর 9, 2012


লাগোস নাইজেরিয়ায় অনুষ্ঠিত “মেকার ফেয়ার আফ্রিকা” একদল কিশোর বয়সী মেয়েরা একটি জেনারেটর তৈরি করেছে যা মানব বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে।

১৪ থেকে ১৫ বছর বয়সী দুরো-আইনা আদেবোলা, আকিন্দেলে আবিওলা, ফালেক ওলুওয়াটোয়িন এবং বেলো এনিওলা একত্রে প্রসাব থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে এমন জেনারেটর তৈরি করেছে। এই জেনারেটর এক লিটার ইউরিন ব্যবহার করে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

প্রসাব থেকে হাইড্রোজেন আলাদা করার জন্য ইলেক্ট্রোলাইট সেল এবং পরিশোধনের জন্য পানির ফিল্টার ব্যবহার করা হয়। এরপর তরল বোরাক্সের মাধ্যমে হাইড্রোজেনকে শুদ্ধ করা হয়।

সবশেষে গ্যাসকে জেনারেটরে পাঠানো হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য।

প্রক্রিয়াটি সহজ হলেও প্রসাব শক্তি চালিত জেনারেটরটি সতর্ক না থাকলে যে কোন মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আর তাই ব্যবহার করার আগে নিরাপত্তা মূলক ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছে এই তরুণ উদ্ভাবকেরা।


জনপ্রিয় ক্রেডিট কার্ড কোম্পানি মাস্টারকার্ড সম্প্রতি এলসিডি ডিসপ্লে এবং বিল্ট-ইন কি-বোর্ড সহ অভিনব একটি ক্রেডিট কার্ড বের করেছে। প্রাথমিকভাবে কার্ডটি সিংগাপুরের গ্রাহকদের জন্য বের করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কার্ডটিতে স্পর্শ-সংবেদনশীল বাটন এবং “এক-বার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড” তৈরি করা যাবে।

উন্নত বিশ্বের ব্যাংকগুলো তাদের অনলাইন ব্যাংকিং গ্রাহকদের নিরাপত্তা প্রদানের জন্য একটি ডিভাইস প্রদান করে থাকে যা একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড তৈরি করে থাকে। মাস্টারকার্ড এই প্রক্রিয়াটিকে আরো সহজ এবং আলাদা ডিভাইসের পরিবর্তে কার্ড এর সাথেই এই সুবিধা যুক্ত করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে ভবিষ্যতে নতুন এই কার্ডগুলো ব্যাল্যান্স দেখানো সহ অন্যান্য জরুরি তথ্য প্রদর্শন করবে।

প্রাথমিক অবস্থায় সিংগাপুরে এই কার্ড দেয়া হলেও জানুয়ারি মাস থেকে বিশ্বের অন্যান্য দেশে মাস্টারকার্ড তার ব্যবহারকারীদের কাছে এই কার্ডগুলো পৌঁছে দিবে বলে জানিয়েছে।