Archive for নভেম্বর 17, 2012


ইতমধ্যে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদন । অনেক বন্ধুই জানেন কিভাবে আবেদন করতে হয়। আবার অনেকেই আমার মত কম জানা পাবলিক। যারা আমার মত কম কম জানেন তাদের জন্য আজকের এই ব্লগটি। কথা না বাড়িয়ে চলুন কি ভাবে আবেদন করতে হয় জেনে নেই।

প্রথমেই আপনাকে নিচের লিংক এ ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করুন।

নিচের মত পেইজ আসবে। তীর দিয়ে দেখানো আবেদন এ ক্লক করুন।

তার পর নিচের মত পেইজ আসবে। তথ্য গুলো সঠিক ভাবে দিয়ে —Login এ ক্লিক করুন।

তার পর নিচের মত আরেকটি পেইজ আসবে। ভাল ভাবে নিয়ম গুলো পড়ুন এবং Proceed এ ক্লিক করুন।

তার পর নিচের মত পেইজ আসবে। নিম্নের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

১। ধর্ম সিলেক্ট করতে হবে।

২। যদি কোন কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করতে হবে না থাকলে বিশেষ কোটা নাই সিলেক্ট করতে হবে।

৩। বিভাগ সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন বিভাগ সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন।

৪। কিছু সময় অপেক্ষা করার পর কলেজ অপশন টি আসবে। তখন ঐ বিভাগের কলেজ লিষ্ট আসবে সেখানে আবেদন কারী কোন কলেজে ভর্তি হতে চায় তা সিলেক্ট করুন।

তার পর নিনের মত আরেকটি পেইজ আসবে। এখানে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। আবেদন কারী পছন্দনীয় সাবজেক্ট গুলো বাম পাশের লিষ্ট থেকে ডান পাশে নিতে হবে। যদি তার প্রথম পছন্দ হয় রাষ্ট্রবিজ্ঞান তাহলে বাম পাশের টেবিলে থাকা রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করে মধ্যে থাকা এরোতে ক্লিক করলেই ডান পাশে চলে যাবে। এভাবে বাম পাশের সবগুলো সাবজেক্ট পছন্দ অনুযায়ী ডান পাশে নিতে হবে।

তার পর আবেদন কারী পছন্দনীয় বিষয়গুলো সঠিক ভাবে আসছে কি না তা দেখাবে। যদি সঠিক হয় তাহলে কনফার্ম এন্ড গ তে ক্লিক করুন।

মত একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। নিচে তীর দিয়ে দেখানো ডাউনলোড এডমিট কার্ড অপশনটিতে ক্লিক করুন। এডমিট কার্ড ডাউনলোড করুন।

আপনার কাজ শেষ। ডাউনলোড কৃত এডমিট কার্ডটি প্রিন্ট করে দিন। আবেদন কারী ফটো ও তুলতে ভূলবেন না।


সাবমেরিন ক্যাবল রিপিটার প্রতিস্থাপনের জন্য বৃহস্পতিবার দিনগত রাত ২টা থেকে ৫টা পর্যন্ত সারা দেশের ইন্টারনেট সার্ভিস তিন ঘণ্টার জন্য বন্ধ ছিল।আগামী ৪ দিনের জন্য ইন্টারনেট সেবা ব্যাহত হবে।সাবমেরিন ক্যাবল মেরামতের জন্য এ দুর্ভোগ পোহাতে হবে গ্রাহকদের। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন এর সূত্রে জানা গেছে, “থাইল্যান্ড ও মালয়েশিয়ার মাঝে সমুদ্রের তলদেশে সাবমেরিন কেবলের রিপিটার প্রতিস্থাপনের কাজ চলবে। ফলে ইন্টারনেট সেবা বন্ধ রাখতে হয়েছে তিন ঘণ্টা।
একই সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৪ দিন পূর্ব প্রান্তের (সিঙ্গাপুর, মালয়েশিয়া) সব সার্কিট ব্যাহত হবে। তবে পশ্চিম প্রান্তের মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার সব ভয়েস ও ইন্টারনেট সার্কিট চালু থাকবে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার মধ্যের সেকশনে একটি রিপিটার প্রতিস্থাপনের জন্য এ ইন্টারেপশন হচ্ছে এবং ব্যান্ডউইথের শূণ্যতা পূরণের জন্য বিএসসিসিএল বিকল্প পথে সার্কিট চালু ও অতিরিক্ত ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানির ব্যবস্থা করেছে।
সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, এ নিয়ে গত সাত বছরে দুইবার রিপিটার প্রতিস্থাপন করা হচ্ছে। রিপিটার ঠিকমতো কাজ না করলে ইন্টারনেট সেবা কার্যক্রম ব্যাহত হয়।
মনোয়ার হোসেন বলেন, “প্রতিস্থাপনকারী সংস্থা রাত ৮টা থেকে তিন ঘন্টার জন্য সময় ইন্টারনেট বন্ধ রাখতে বলেছিল। কিন্তু আমাদের সম্মানিত গ্রাহকদের কথা বিবেচনা করে মধ্যরাতকে এই কাজের জন্য বেছে নিয়েছি, যেন গ্রাহকদের ভোগান্তি কম হয়। কারণ মধ্যরাতের এই সময়টাতে দেশে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার কম করেন।”